Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তিন দিনের রিমান্ডে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকের ■ ৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল ■ তুরস্কে রিসোর্টে আগুন, নিহত ৬৬ ■ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ■ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭ ■ আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
যে কারণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ভ্রমণে নিষেধাজ্ঞা
Published : Monday, 9 December, 2024 at 11:53 PM

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে। এ ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের দক্ষিণ কোরিয়ার কোনো প্রেসিডেন্ট এই নিষেধাজ্ঞার আওতায় পড়ল।

সোমবার (৯ ডিসেম্বর) দেশটির আইন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে সারা বিশ্বকে চমকে দিয়ে সামরিক বাহিনীকে ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ উৎখাত এবং বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষের বাধা দূর করার জন্য জরুরি ক্ষমতা আইনে অধ্যাদেশ জারি করেন তিনি। 

এর কয়েক ঘণ্টা পরই তীব্র বিক্ষোভের মুখে আদেশ প্রত্যাহার করতে হয়। এ পদক্ষেপের কারণে তদন্তের মুখোমুখি হয়েছেন তিনি। এ কারণে প্রেসিডেন্টসহ তার প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সামরিক আইন জারির সিদ্ধান্ত নেওয়ায় প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবও আনা হয়। তবে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির (পিপিপি) সদস্যরা এই ভোট বর্জন করলে সংসদে অভিশংসন প্রস্তাবটি ব্যর্থ হয়।

পিপিপি জানায়, ইউন তার মেয়াদ সংক্ষিপ্ত করতে এবং বিদেশ ও অভ্যন্তরীণ বিষয়গুলোতে আর না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এ কারণে তারা অভিশংসনের প্রস্তাব সমর্থন করেননি। তবে এ সমঝোতার কড়া সমালোচনা করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। দলটির নেতা পার্ক চান-ডে এ সমঝোতাকে ‘অবৈধ, অসাংবিধানিক দ্বিতীয় অভ্যুত্থান এবং আরেকটি ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন।

গতকাল রোববার এক বক্তব্যে পিপিপি নেতা হান ডং-হুন জানান, মেয়াদ শেষ করার আগে ইউন আর কোনো রাষ্ট্রীয় বা কূটনৈতিক কাজে যুক্ত হবেন না। তবে এ সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে অভিযোগ করেছেন ডেমোক্রেটিক পার্টির নেতা লি জা-মিয়ং। তিনি বলেন, এ সিদ্ধান্তে কারও অনুমতি ছিল না, এটি স্পষ্টতই অসাংবিধানিক।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট এখনো সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার হিসেবে থাকবেন। তবে ইউন চাইলে আবার ক্ষমতার পুরো নিয়ন্ত্রণ নিতে পারেন।

দেশটির মিয়ংজি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক শিন ইউল দ্য কোরিয়া হেরাল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, প্রেসিডেন্ট চাইলে আবারও নেতৃত্ব দিতে পারবেন। কেউই তাকে থামাতে পারবেন না।

সূত্র: বিবিসি

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 7 January, 2025
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩৬
আন্তর্জাতিক ডেস্ক
Tuesday, 7 January, 2025
একদিনে ৩ বিমান দুর্ঘটনা দেখল বিশ্ববাসী
আন্তর্জাতিক ডেস্ক
Sunday, 29 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up