Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ তিন দিনের রিমান্ডে ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিকের ■ ৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল ■ তুরস্কে রিসোর্টে আগুন, নিহত ৬৬ ■ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ■ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭ ■ আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
Published : Tuesday, 10 December, 2024 at 11:59 PM

ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে ২২৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিরিজ বাচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।  আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বির্পযে ২২৮ রানের মামুলি স্কোর সংগ্রহ করে বাংলাদেশ।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫.৫ ওভারে সব উইকেট খুইয়ে ২২৭ রান সংগ্রহ করে টাইগাররা। ব্যাট হাতে সর্বোচ্চ ৬২ রান আসে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট থেকে।

ইনিংসের প্রথম ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬ রান তোলে বাংলাদেশ। মিন্ডলের করা তৃতীয় ওভারে দুটি ছয় ও এক চারে মোট ১৮ রান নেন তানজিদ। কিন্তু সিলসের করা চতুর্থ ওভারের প্রথম বলেই মিড অনে ক্যাচ দিয়ে আউট হন সৌম্য। 

৫ বলে মাত্র ২ রান আসে তার ব্যাট থেকে। এরপর নতুন ব্যাটার হিসেবে ক্রিজে এলেও ছন্দে ফিরতে পারেননি লিটন। দলীয় ৪১ রানের মাথায় একটি বাউন্সার পেয়েই পুল করতে গিয়ে ঠিকমতো ব্যাটে পাননি তিনি। 

বল ব্যাটের মাথায় লেগে ক্যাচ গেল ব্যাকওয়ার্ড পেয়েন্টে এভিন লুইসের হাতে। ১৯ বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন। লিটনের বিদায়ের পর অধিনায়ক মিরাজ আসেন ক্রিজে। 

তবে গত ম্যাচে দারুণ করলেও এই ম্যাচে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তিনি। সিলসের করা বল তার ব্যাটের কোণায় লেগে স্টাম্পের বেলস ফেলেছে। ৫ বলে মাত্র ১ রানে ফেরেন তিনি।

এই দুই ব্যাটারের বিদায়ের পর কিছুটা দায়িত্ব নেন ওপেনার তানজিদ তামিম। তবে আরো একবার ভালো শুরুটা বড় করতে পারেননি তিনি। প্রথম ওয়ানডের মতো একই জায়গায় একই শটে একই ফিল্ডারের হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার। ৩৩ বলে দুই ছয় ও চারটি চারে তানজিদের রান ৪৬। যার ফলে মাত্র ১১ ওভারের মাথায় চার উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলকে খাদের কিনারা থেকে টেনে তোলার দায়িত্ব নেন মাহমুদউল্লাহ ও তরুণ আফিফ হোসেন। তাদের জুটিও বড় হয়নি। দলীয় ১০০ রানের মাথায় আফিফ বিদায় নিলে বড় স্কোরের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। এ সময় সবাইকে অবাক করে দিয়ে রিয়াদকে যোগ্য সঙ্গ দেন পেসার তানজিম সাকিব। গড়ে তোলেন ৯২ রানের দারুণ জুটি।

দলীয় ২০৭ রানের মাথায় ৬২ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। এর আগেই অবশ্য ফিফটি তুলে নেন রিয়াদ। ৯২ বলে ৬২ করে ফেরেন এই অভিজ্ঞ ব্যাটার। শেষদিকে শরিফুল-নাহিদদের ব্যাটে ২২৭ রানে থামে বাংলাদেশ দল।

দেশসংবাদ/এএসএম


আপনার মতামত দিন
 বিশ্বকাপের দৌড়ে টিকে রইল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
Wednesday, 22 January, 2025
সাকিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিজস্ব প্রতিবেদক
Sunday, 19 January, 2025
কিংস অ্যারেনায় ফর্টিজের বাস ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক
Saturday, 18 January, 2025
নেপালকে ৫২ রানে অলআউট করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
Saturday, 18 January, 2025
টানা ৮ জয়ে প্লে-অফে রংপুর
ক্রীড়া ডেস্ক
Friday, 17 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up