Published : Saturday, 28 December, 2024 at 10:06 PM
কর্মবিরতি স্থগিত করেছে পণ্যবাহী নৌযান শ্রমিকরা। এর আগে চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় নিজেদের কর্মবিরতি দিয়েছিল তারা। পরে হঠাৎ করেই ওই কর্মসূচি স্থগিত করেছেন তারা।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূইয়া।
তিনি বলেন, সাত খুনের ঘটনায় আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর কারণ ও বিস্তারিত পরে জানানো হবে।