Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ২১ বছর পর রায়, ১৯ জনের যাবজ্জীবন ■ বেসরকারি শিক্ষকদের বদলি নীতিমালা করার নির্দেশ ■ ‘নির্বাচনে এমপি-মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব‍্যবস্থা’ ■ টিপু-প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিচার শুরু ■ দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ■ পরাজিত প্রার্থীর সমর্থক-পুলিশ সংঘর্ষ, গুলিতে নিহত ১ ■ রাত ১১টার পর চা-বিড়ির দোকান বন্ধের নির্দেশ
পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেয়ার ঘোষণা
Published : Monday, 14 September, 2020 at 6:49 PM, Update: 15.09.2020 9:54:27 AM

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেয়ার ঘোষণা

পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেয়ার ঘোষণা

করোনা পরিস্থিতির কারণে এ বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা না নেয়ার ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলমান পরিস্থিতি অব্যাহত থাকলে ডিসেম্বরে গ্রেড বা জিপিএ নম্বর ছাড়া সব পরীক্ষার্থীর জন্য পাসের সার্টিফিকেট বিতরণের চিন্তাভাবনা করা হচ্ছে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে।

ডিপিই থেকে জানা গেছে, বৈশ্বিক মহামারির জন্য গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ পরিস্থিতির কারণে চলতি বছর পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা আয়োজন করা হচ্ছে না।

জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হলেও স্কুল খোলা হবে বলে সরকারিভাবে ঘোষণা দেয়া হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে পঞ্চম শ্রেণির অপেক্ষমাণ রেজিস্ট্রেশন করা পরীক্ষার্থীদের পাসের সার্টিফিকেট দেয়া হবে। তবে সেসব সার্টিফিকেটে কোনো জিপিএ বা গ্রেড পয়েন্ট উল্লেখ থাকবে না। সার্টিফিকেটে শুধু উত্তীর্ণ লেখা থাকবে। সেটি নিয়ে শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

বিষয়টি নিশ্চিত করে অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নিবন্ধন করা পঞ্চম শ্রেণির সব শিক্ষার্থীকে পাসের সার্টিফিকেট দেয়া হবে। পরীক্ষা নেয়া সম্ভব না হলে গ্রেড বা জিপিএ দেয়া হবে। ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের সার্টিফিকেট স্ব স্ব বিদ্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে বিতরণ করা হবে।

এদিকে করোনা পরিস্থিতির কারণে সমাপনী-ইবতেদায়ি পরীক্ষা বাতিলে গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠানো হয়। এ নিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আহমদ কায়কাউসের উপস্থিতিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে পরীক্ষা না নেয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্ত হয়। এর ভিত্তিতে একটি সারসংক্ষেপ তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হলে তাতে সম্মতি দেয়া হয়। পরে পরীক্ষা না নেয়ার ঘোষণা দেয়া হয়।

দেশসংবাদ/জেএন/এফএইচ/mmh


আরও সংবাদ   বিষয়:  পঞ্চম শ্রেণি   সমাপনী পরীক্ষা   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়  


আপনার মতামত দিন
হিট অ্যালার্টের মধ্যেই খুললো স্কুল-কলেজ
নিজস্ব প্রতিবেদক
Sunday, 28 April, 2024
প্রাথমিক বিদ্যালয় শনিবার বন্ধই থাকবে
নিজস্ব প্রতিবেদক
Saturday, 27 April, 2024
১১ মে পর্যন্ত বন্ধ চুয়েট, খোলা থাকছে হল
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 26 April, 2024
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত
চট্টগ্রাম প্রতিনিধি
Friday, 26 April, 2024
খুলছে স্কুল-কলেজ, শনিবারও ক্লাস
নিজস্ব প্রতিবেদক
Thursday, 25 April, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up