Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ বান্দরবানে ২ কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার ■ গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু ■ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ২ বাংলাদেশি নিহত ■ চতুর্থ দফায় ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট ■ শেখ জামালের জন্মদিনে আওয়ামী লীগের শ্রদ্ধা ■ সিলেটে ট্রাকের ধাক্কায় নিহত ৩ ■ চট্টগ্রামে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা
‘জনগণ দেশের মালিকানা হারিয়ে ফেলেছে’
Published : Monday, 25 March, 2024 at 1:24 PM

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুক্তিকামী বাঙালি ভেবেছিল যুদ্ধের মধ্যদিয়ে যে দেশ তৈরি হবে সেই রাষ্ট্রের মালিক হবেন তারা। কিন্তু বাস্তবতা ভিন্ন। স্বাধীনতার ৫২ বছর পর এদেশের মানুষ তার দেশের মালিকানা হারিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার (২৫ মার্চ) রাজধানী নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, ১৯৭১ সালে যে আকাঙ্ক্ষা নিয়ে বাঙালি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। সেই আকাঙ্ক্ষা আজও পূরণ হয়নি। সেই মুক্তিকামী বাঙালি ভেবেছিল যুদ্ধের মধ্যদিয়ে যে দেশ তৈরি হবে সেই রাষ্ট্রের মালিক হবেন তারা। কিন্তু বাস্তবতা ভিন্ন। মানুষ এখন মুক্তভাবে কথা বলতে পারছে না। অথচ সংবিধানে স্পষ্ট ভাবে লেখা ছিল দেশের মালিক হবে জনগণ।  দুর্ভাগ্য এই যে স্বাধীনতার ৫২ বছর পর এদেশের মানুষ তার দেশের মালিকানা হারিয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, যেখানে মানুষ তিনবেলা খাবার জোটাতে পারছে না। সেখানে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। সেই দায়ও সরকার নিচ্ছে না। তারা মেনে নিচ্ছে না, তাদের অক্ষমতা ও দুর্নীতির কারণেই বিপুল অংকের টাকা লুট হয়ে যাচ্ছে। 

সরকারের লুটের কারণেই ব্যাংকগুলোকে একীভূত করা হচ্ছে বলে দাবি করেন ফখরুল। তিনি বলেন, এই একীভূতকরণও একটা দুর্নীতির ফাঁদ।

তিনি আরো বলেন, স্মার্টফোনের মাধ্যমে সরকার দেশের প্রতিটি লোকের ওপর নজরদারি করছে। ফলে মানুষ যখনই কথা বলতে চায়, বিদ্রোহ করতে চায়, তখনই তাকে তুলে নেওয়া হয়। এই ভয়াবহ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা এতো সহজ নয়। খালেদা জিয়ার নেতৃত্বে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, এখনো চালাচ্ছি। জনগণকেও আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই বিজয় আসবে।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:   বিএনপি   স্বাধীনতা দিবস   মুক্তিযোদ্ধা সমাবেশ   মির্জা ফখরুল ইসলাম আলমগীর  


আপনার মতামত দিন
সমাবেশের ঘোষণা দিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 27 April, 2024
আরও ৭৫ নেতাকে বিএনপি থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
Friday, 26 April, 2024
বিএনপির ৬৪ নেতাকে শোকজ
নিজস্ব প্রতিবেদক
Thursday, 25 April, 2024
পাঁচ নেতাকে বহিষ্কার করল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
Thursday, 25 April, 2024
মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা
নিজস্ব প্রতিবেদক
Monday, 22 April, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up