Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ উত্তরায় লেক থেকে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ■ শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ■ আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি ■ অভিযোগ পেলে প্রার্থিতাও বাতিল হতে পারে: ইসি ■ নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে বিজিপির আরও ৪০ সদস্য ■  'সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করছে অপসাংবাদিকতা' ■ পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুললো ভারত
ঈদের পর গতি এলো রেমিট্যান্সে
Published : Sunday, 21 April, 2024 at 9:03 PM

ঈদের পর গতি এলো রেমিট্যান্সে

ঈদের পর গতি এলো রেমিট্যান্সে

প্রতি ঈদের আগে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিটেন্স প্রবাহ বাড়ে, ঈদের পর কম আসে। কিন্তু এবার ঈদুল ফিতরের আগে প্রবাসী আয় বাড়েনি, ঈদের পর এসেছে গতি। চলতি মাসের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার ৯৬ কোটি ৬১ লাখ টাকা (প্র‌তি ডলার ১১০ টাকা ধরে)। 

রোববার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যায়, চলতি এপ্রিল মাসের প্রথম পাঁচ দিনে (১ থেকে ৫ এপ্রিল) ব্যাংকিং চ্যানেলে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা। পরের সাত দিনে (৬ থেকে ১২ এপ্রিল) পাঠিয়েছে ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার। পরের সপ্তাহে অর্থাৎ ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত এসেছে ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার। সব মিলিয়ে ১৯ দিনে দেশে এসেছে (১ থেকে ১৯ এপ্রিল) ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে সবচেয়ে বেশি ১০৮ কোটি ৮১ লাখ ডলার এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৭ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার এবং মার্চে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১৬১ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

দেশ সংবাদ/এসএইচ


আরও সংবাদ   বিষয়:  প্রবাসী আয়   রেমিট্যান্স   ঈদুল ফিতর  


আপনার মতামত দিন
২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
Sunday, 28 April, 2024
আবারও রিজার্ভ নামল ২০ বিলিয়নের নিচে
নিজস্ব প্রতিবেদক
Friday, 19 April, 2024
 আপাতত আর কোন ব্যাংক একীভূত হবে না
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 16 April, 2024
 ঈদ মৌসুমে প্রবাসী আয় ৮৭ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক
Monday, 15 April, 2024
রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
Friday, 12 April, 2024
ঈদের আগে চাঙা প্রবাসী আয়
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 9 April, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up