Published : Monday, 18 January, 2021 at 1:00 PM, Update: 18.01.2021 4:04:44 PM
করোনা টিকা নেয়ার পরই চিকিৎসা কর্মীর মৃত্যু
ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে সরকারি হাসপাতালের এক কর্মচারী করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম মহিপাল সিং (৪৬)।
তবে তার মৃত্যু টিকা নেওয়ার সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করেছেন জেলা চিফ মেডিকেল অফিসার। খবর এনডিটিভি।
এর আগে ভারতে বায়োটেকের করোনা টিকা কোভ্যাক্সিন নেওয়ার ১০ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে দীপক মরাবি নামে ভোপালের ৪২ বছর বয়সী এক স্বেচ্ছাসেবকের।
উপদেষ্টা সম্পাদক ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা এনামুল হক ভূঁইয়া ব্যবস্থাপনা সম্পাদক : এম. এ হান্নান যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রুবাইয়াত আনোয়ার মেবিন হাসান