Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ■ চট্টগ্রামে ৪৮ ঘণ্টার ধর্মঘট স্থগিত ■ ‘কোরবানিতে গরু আমদানির কোনো পরিকল্পনা নেই’ ■ ২৬ দিনে রেমিট্যান্স এলো ১৬৮ কোটি ডলার ■ ভারতের মণিপুর আবারও উত্তপ্ত ■ দিল্লি কংগ্রেসপ্রধানের পদত্যাগ ■ পঞ্চম বারের মতো কমলো স্বর্ণের দাম
ফেনী জেলা জামায়াতের আমির গ্রেপ্তার
Published : Tuesday, 21 November, 2023 at 7:00 PM

এ কে এম সামসুদ্দিন

এ কে এম সামসুদ্দিন

জামায়াতে ইসলামী ফেনী জেলার আমির এ কে এম সামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের পাঠানবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর দুপুরে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও জামায়াতে ইসলামীর আমিরসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় জনসাধারণের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হলে পুলিশ নেতাকর্মীদের মাইকে সতর্ক করে। কিন্তু উত্তেজিত নেতাকর্মীরা ক্ষান্ত না হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে চার পুলিশ সদস্য আহত হন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

ওইদিন রাতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও কাজে বাধার অভিযোগে জেলা জামায়াতের আমির এ কে এম সামসুদ্দিন ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নানসহ ১৬ জনের নামে ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক পলাশ চৌধুরী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে (এ কে এম সামসুদ্দিন) আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এদিকে, গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জেলা জামায়াতের সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, বিরোধী মতের ওপর দমনপীড়ন চালিয়ে সরকার একতরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। তবে এভাবে হামলা-মামলা ও গ্রেপ্তার করে আন্দোলনকে দমাতে পারবে না তারা।

দেশসংবাদ/এমএইচ/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  এ কে এম সামসুদ্দিন   ফেনী   জামায়াত   আমির   গ্রেপ্তার  


আপনার মতামত দিন
ভারতীয় পণ্য বর্জনে ১২ দলীয় জোটের সংহতি
নিজস্ব প্রতিবেদক
Saturday, 23 March, 2024
‘সাকিব এসেছিলো, তবে ফাঁদে পা দেয়নি’
নিজস্ব প্রতিবেদক
Tuesday, 19 March, 2024
কাউন্সিলের তারিখ ঘোষণা রওশন এরশাদের
নিজস্ব প্রতিবেদক
Sunday, 18 February, 2024
 পেছাল জাতীয় পার্টির সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
Saturday, 10 February, 2024
'আওয়ামী লীগ আমাদের বড় ধরনের ক্ষতি করেছে'
নিজস্ব প্রতিবেদক
Saturday, 3 February, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক ও প্রকাশক
এম. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০/২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up